নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের চরডাঙ্গা গ্রামের অসহায় বৃদ্ধ কুদ্দুস ভূইয়ার (৬০) বাড়িতে আগুন লেগে তার বসতবাড়ি পুড়ে যাওয়া।
এ ঘটনায় আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘটনাস্থলে গিয়ে উপজেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে বুধবার (৩০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় বিশ হাজার টাকা অনুদান দিয়েছেন। আর ইউএনও তৌহিদ এলাহী এ সময় প্রতিশ্রুতি দিয়েছেন বসতঘর করে দেয়ার।
টগরবন্দ ইউনিয়নের চেয়ারম্যান মো. ইমাম হাসান শিপন বলেন, ঘটনা শুনে সঙ্গে সঙ্গে ইউপি মেম্বারের মাধ্যমে শীত নিবারণের জন্য শীত বস্ত্র পাঠিয়েছি।
এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা পরিষদের পক্ষ থেকে ২০ হাজার টাকা অনুদান দিয়েছি।
এ সময় উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদ এলাহী, ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন।
ইউএনও তৌহিদ এলাহী প্রশাসনের পক্ষ থেকে একটি বসতঘর করে দেবার প্রতিশ্রুতি দেন।
উল্লেখ্য, গ্যাসলাইটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়ে মঙ্গলবার বিকেলে কুদ্দুস ভূইয়ার বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। ঝিয়ের কাজ করে কোন রকমে দিনযাপন করা ওই বৃদ্ধের স্ত্রী তার ছেলেকে নিয়ে ঢাকায় থাকে। অসহায় বৃদ্ধ কুদ্দুস তার মেয়ে ও নাতি নিয়ে বাড়িতে থাকতেন। মেয়ে ঝিয়ের কাজ করে কোন রকমে সংসার চালায়। আগুনে ঘরসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আশ্রয় নেওয়ার মতো আর কোন ঘরও নেই।
সান নিউজ/কেএস/কেটি