নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ : দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচন আগামী ১৬ জানুয়ারী ২০২১ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে নির্বাচনে কিশোরগঞ্জ পৌরসভায় প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।
বুধবার (৩০ ডিসেম্বর ) সকালে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু হয়। এ সময় মেয়র, সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের প্রার্থী এবং তাদের প্রস্তাবক ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আশ্রাফুল আলম জানান, কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৫৯ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিশোরগঞ্জ পৌরসভার মোট ভোটার সংখ্যা ৭১ হাজার ৮৪ জন।
সান নিউজ/এমকেএস/এনকে/এস