সারাদেশ

বেগুন চাষে লাভবান মানিকগঞ্জের কৃষক

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ : বৃষ্টি ও বন্যার পর পরই মানিকগঞ্জের কৃষকরা বিভিন্ন সবজির আবাদ করেছেন। একই সময়ে সব রকম শীতকালীন সবজি বাজারে আসায় মুলা, ফুলকপি, লালশাক, লাউসহ বিভিন্ন সবজির দাম ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসে।

কিন্তু এ ক্ষেত্রে বেগুন চাষিদের চলছে সুদিন। এখন দাম কিছুটা কম হলেও প্রথম দিকে কৃষকরা বেগুন বিক্রি করে প্রচুর লাভবান হয়েছেন। সদর উপজেলার ঢাকুলী গ্রামের বেগুন চাষি আবদুস সালাম বলেন, এবার অন্য সবজিতে তেমন লাভ না হলেও বেগুনে প্রচুর লাভ হয়েছে। তিনি আরও জানান, ২ বিঘা জমিতে বেগুন চাষ করতে প্রায় ৪০ হাজার টাকা খরচ হয়।

এ পর্যন্ত ৫৫ হাজার টাকার বেগুন বিক্রি হয়েছে। আশা করছি লাখ টাকার ওপরে বেগুন বিক্রি করতে পারব। মুকছেদ আলী ব্যাপারী বলেন, সারা দেশেই মানিকগঞ্জের বেগুনের ভালো চাহিদা রয়েছে। আমি এখান থেকে বেগুন কিনে জিরানী বাজারে বিক্রি করি। লাভ হয় ভালোই। অন্য ব্যবসায়িরা সাভার, কাওরানবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করেন।

কৃষকরা জানান, সবজি বিক্রির জন্য জাগীর ও ভাটবাউর এলাকায় দুটি আড়ত থাকলেও তারা ন্যায্যমূল্য পাচ্ছেন না। তাদের দাবি সবজির মূল্য নির্ধারণ করে দেওয়া এবং প্রতিদিন বাজার পর্যবেক্ষণ করা। কৃষকরা যেন সঠিক দাম পান। তারা জানান, পাইকারি বাজারের সঙ্গে খুচরা বাজারের কোনও মিল নেই।

পাইকারি বাজারে এক কেজি বেগুনের দাম ৮ থেকে ১০ টাকা অথচ খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২০ টাকা। মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক, কৃষিবিদ শাহজাহান আলী বিশ্বাস বলেন, মানিকগঞ্জে এবার ব্যাপক সবজি চাষ হয়েছে। ফলনও ভালো। সব রকম সবজি একসঙ্গে বাজারে আসায় দাম কিছুটা কম। তবে বেগুন চাষিরা লাভবান। তারা যথেষ্ট ভালো দাম পেয়েছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা