নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের চরডাঙ্গা গ্রামের এক বৃদ্ধের বাড়িতে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকেলে আগুন লেগে তার বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। মাথা গোঁজার একমাত্র আশ্রয়স্থল হারিয়ে কুদ্দুস ভূইয়া (৬০) নামের ওই বৃদ্ধ এখন তার মেয়ে ও নাতি নিয়ে ঠাঁই নিয়েছেন খোলা আকাশের নিচে।
চরডাঙ্গা গ্রামের ইউপি সদস্য মো. আরিফুল ইসলাম জানান, গ্যাস লাইট থেকে আগুনের সূত্রপাত। ঝিয়ের কাজ করে কোন রকমে দিনযাপন করা ওই বৃদ্ধের স্ত্রী তার ছেলেকে নিয়ে ঢাকায় থাকে। অসহায় বৃদ্ধ কুদ্দুস তার মেয়ে ও নাতি নিয়ে বাড়িতে থাকতেন। মেয়ে ঝিয়ের কাজ করে কোন রকমে সংসার চালায়। আগুনে ঘরসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আশ্রয় নেওয়ার মতো আর কোন ঘর নেই।
টগরবন্দ ইউনিয়নের চেয়ারম্যান মো. ইমাম হাসান শিপন বলেন, আমি এলাকার বাইরে ছিলাম। ঘটনা শুনে সাথে সাথে ইউপি মেম্বারকে পাঠিয়েছিলাম। শীতে রাত্রি যাপনের জন্য শীত বস্ত্র দিয়েছি। আমি আগামীকাল সকালে ঘটনাস্থলে যাব।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী বলেন, আমি সন্ধ্যার পর খবর পেয়েছি। আগামীকাল ঘটনাস্থলে গিয়ে সরকারিভাবে সব ধরনের সহযোগিতা করব।
সান নিউজ/কেএস/কেটি