নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ও বঙ্গবন্ধু পরিষদ।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সারাদেশের ন্যায় গোপালগঞ্জ প্রেসক্লাব এর সামনের সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন তারা।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিএডিসি’র উপপরিচালক (আলুবীজ) দিপংকর রায়, নির্বাহী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ) আজিজুল ইসলাম।
এ ছাড়া আরও বক্তব্য রাখেন বিএডিসি’র সিবিএ সভাপতি প্রফুল্ল মজুমদার, সাধারণ সম্পাদক ইউসুফ আলী শেখ প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য ভাংচুরকারীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির প্রদান করা হোক, যাতে করে এমন অপকর্ম করার সাহস আর কেউ না পায়। বাংলাদেশে যারা বঙ্গবন্ধুর ভাষ্কর্যের বিরুদ্ধে এমন আচরণ করে তাদেরও খুঁজে খুঁজে বের করে আইনের আওতায় আনার জোর দাবী জানান বক্তারা।
সান নিউজ/এইচআইএস/এনকে