নিজস্ব প্রতিনিধি, বরগুনা : বরগুনার বেতাগী পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থীর চেয়ে ১২ গুণ বেশি ভোট পেয়ে দ্বিতীয় বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী এবিএম গোলাম কবির।
সোমবার (২৮ ডিসেম্বর) ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের মাধ্যমে আওয়ামী লীগ প্রার্থী পেয়েছেন ৬ হাজার ১০২ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী হুমায়ুন কবীর মল্লিক ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫১৯ ভোট।
নির্বাচনে তিনজন মেয়র প্রার্থীর পাশাপাশি ২৬ জন কাউন্সিলর ও নয়জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
প্রথম শ্রেণীর এ পৌরসভায় মোট ভোটারের সংখ্যা ৯ হাজার ২৭৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪ হাজার ৫'শ ৪২ জন এবং নারী ভোটার ৪ হাজার ৭'শ ৩৫ জন।
নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়। এছাড়াও প্রতিটি কেন্দ্রে দায়িত্ব পালন করেন সাতজন অস্ত্রধারী পুলিশ সদস্য ও দুইজন অস্ত্রধারী আনসার সদস্য। এ ছাড়াও মোতায়েন করা হয় এক প্লাটুন বিজিবির পাশাপাশি বিপুল সংখ্যক র্যাব সদস্য।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বরগুনা জেলা নির্বাচন অফিসার দিলীপ কুমার হাওলাদার বলেন, কোন ধরনের অভিযোগ ছাড়াই একটি অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে বেতাগী পৌরসভায়।
সান নিউজ/এমএ/কেটি