নিজস্ব প্রতিবেদক:
বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় দেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। এজন্য বৃহস্পতিবার (২৬ মার্চ) রজব মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে।
এজন্য আগামী শুক্রবার (২৭ মার্চ) থেকে শাবান মাস গণনা শুরু হবে। সেই হিসাব অনুসারে আগামী ৯ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে বরাত।
জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ এ সিদ্ধান্তের কথা জানান।
সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ।
শাবান মাসের ১৫ তম রাতে (১৪ শাবান দিবাগত রাত) শবে বরাত পালিত হয়। সেই হিসেবে আগামী ৯ এপ্রিল (বৃহস্পতিবার) দিবাগত রাতটিই শবে বরাত।
‘ভাগ্য রজনী’ হিসেবে পরিচিত লাইলাতুল বরাতের পুণ্যময় রাতটিতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের মুসলমানরা নফল নামাজ, কোরআন তিলাওয়াতসহ ইবাদত বন্দেগির মাধ্যমে পালন করে থাকেন।
সান নিউজ/সালি