নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে শিক্ষকদের আপগ্রেডেশন দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষকবৃন্দ।
রোববার (২৭ ডিসেম্বর) দুপুর ১২ থেকে ১ টা পর্যন্ত গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে শিক্ষক সমিতির আয়োজনে শিক্ষকদের প্রাপ্যতার ভিত্তিতে আপগ্রেডেশনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
শিক্ষক সমিতির সভাপতি ড: হাসিবুর রহমান এর সভাপতিত্বে অবস্থান কর্মসূচি পালন করা হয় । এসময় তিনি বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা এই অবস্থান কর্মসূচি পালন করছি। আমাদের দাবী পূরণের লক্ষ্যে আমরা আগামী ৩১ ডিসেম্বর ১২-১ টা পর্যন্ত প্রতিদিন কেন্দ্রীয় কর্মসূচির আওতায় এক ঘণ্টা করে শহীদ মিনারের পাদদেশে অবস্থান কর্মসূচি পালন করবো। এরপরেও আমাদের দাবী পূরণ না হলে আরও কঠোর আন্দোলন করা হবে বলেও তিনি হুশিয়ারী দেন।
অবস্থান কর্মসূচিতে অন্যান্য শিক্ষকবৃন্দ বলেন, এটা আমাদের ন্যায্য অধিকার এবং প্রাপ্যতার ভিত্তিতে দ্রুত আপগ্রেডেশন কার্যকর করার জন্য জোর দাবী জানান।
এ সময় বশেমুরবিপ্রবির শিক্ষক সমিতির সহ-সভাপতি বশির আহমেদ বলেন, যতদিন না প্রাপ্যতা ভিত্তিতে আপগ্রেডেশন কার্যকর না হবে ততদিন আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।
উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর একই দাবীতে বশেমুরবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৬০ জনেরও বেশি শিক্ষকের আপগ্রেডেশন ২/৩ বছরের বেশি সময় ধরে আটকে রয়েছে। শিক্ষকদের দাবি দুই বছর বেশি সময় ধরে শিক্ষকদের পদোন্নতির জন্য কোন ধরনের রিজেন্ট বোর্ড অনুষ্ঠিত হয়নি।
সান নিউজ/জিএমএস/এনকে