নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : খাগড়াছড়ির গুইমারাতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ।
রোববার (২৭ ডিসেম্বর) সকাল ১০ টায় গুইমারার নতুনপাড়াতে অভিযান পরিচালনা করেন গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ।
বালু মহাল ও মাটি ব্যবস্হাপনা আইন ২০১০ এর ৪ ধারা লঙ্ঘনের অভিযোগে ১৫(১) ধারায় রনি পালকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের জেল প্রদান করলে তাৎক্ষণিক ৫০ টাকা জরিমানা পরিশোধ করেন অভিযুক্ত রনি পাল।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকরী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ বলেন, ভ্রাম্যমান আদালতের কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে। যে ব্যক্তিই সরকারের অনুমোদন ছাড়া বালু উত্তোলন ও পাহাড় কাটার সঙ্গে জড়িত থাকবে কাউকে ছাড় দেওয়া হবে না।
উল্লেখ্য যে, প্রশাসন ও সরকারের রাজস্ব ফাকি দিয়ে একটি গ্রুপ বালু উত্তোলন ও মাটি কাটা চালিয়ে যাচ্ছিল বেশ কিছুদিন যাবৎ।
সান নিউজ/জেএম/এনকে