নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে অস্ত্রসহ ইউপিডিএফের (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট) চার সদস্যকে আটক করেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। শনিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যার দিকে সাজেকের মেলাছড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন- বিনয় চাকমা (৪৩), বিজয় চাকমা ওরফে স্মৃতি (৪২), বিকাশ চাকমা ওরফে বাইট্ট্যা (৩৫) ও অনিল চন্দ্র চাকমা (৬০)।
রোববার (২৭ ডিসেম্বর) সাজেক থানার উপপরিদর্শক (এসআই) নঈমুল জানান, শিগগিরই আইনি ব্যবস্থার পর অস্ত্রসহ আটকদের আদালতে চালান দেয়া হবে।
নিরাপত্তাবাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার ইউপিডিএফের (মূল দল) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাজেক থানার মেলাছড়া এলাকায় সমাবেশ আয়োজনের প্রস্তুতি চলছিল। তাদের এ প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় যে কোনো অনাকাঙ্খিত পরিস্থিতি রোধে খাগড়াছড়ি রিজিয়নের নির্দেশে বাঘাহাট জোনের গুরুত্বপূর্ণ এলাকার বিভিন্ন স্থানে বিশেষ টহল ও চেকপোষ্ট বসানো হয়।
এদিন সন্ধ্যায় সাজেক থানার চদুগিছড়া এলাকায় শহীদ লেফটেন্যান্ট মুশফিক আর্মি ক্যাম্পের চেকপোষ্ট এলাকায় দুইটি মোটর সাইকেল তল্লাশি চালিয়ে ওই চার জনকে আটক করেন নিরাপত্তাবাহিনীর সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ২টি দেশীয় তৈরি এলজি, ৫ রাউন্ড তাজাগুলি, ৩টি চাাঁদার রশিদ বই, ৪টি মোবাইল ফোনের সেট, ২টি প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানারসহ ইউপিডিএফের কেন্দ্রীয় বার্তা উদ্ধার করা হয়।
সান নিউজ/এস