নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু না হলেও নতুন শনাক্ত হয়েছেন আরও ৩৫ জন। আর সুস্থ হয়েছেন ৪৪ জন।
নতুন আক্রান্তদের নিয়ে বিভাগজুড়ে মোট শনাক্তের সংখ্যা ১৫ হাজার ৩শ' ৩৩। এরমধ্যে সিলেট জেলার ৯ হাজার ১২, সুনামগঞ্জের ২ হাজার ৫শ' ৪, হবিগঞ্জের ১ হাজার ৯শ' ৪৬ ও মৌলভীবাজারের ১ হাজার ৮শ' ৭১।
এ সময়ে সুস্থ হয়েছেন ৪৪ জন। এদের মধ্যে সিলেটের ৩২, সুনামগঞ্জের ৩, হবিগঞ্জের ৮ এবং মৌলভীবাজারের ১ জন।
সব মিলিয়ে বিভাগজুড়ে সুস্থতার সংখ্যা ১৪ হাজার ২শ' ৫২। এরমধ্যে সিলেট জেলার ৮ হাজার ৪শ' ৭৭, সুনামগঞ্জের ২ হাজার ৪শ' ৫১, হবিগঞ্জের ১ হাজার ৫শ' ৯৩ ও মৌলভীবাজারের ১ হাজার ৭শ' ৩১ জন।
গত ২৪ ঘণ্টায় এ বিভাগে করোনায় আক্রান্তদের কারও মৃত্যু হয়নি। তবে বিভাগজুড়ে মোট মৃত্যুর সংখ্যা ২শ' ৬২।
এরমধ্যে সিলেট জেলার ১শ' ৯৮, সুনামগঞ্জের ২৬, হবিগঞ্জের ১৬ ও মৌলভীবাজারের ২২ জন।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ২ হাজার ৩৯ জন। এরমধ্যে ৪০ জন করোনায় আক্রান্ত হয়ে, আর অন্যরা উপসর্গ নিয়ে।
বুধবার (২৩ ডিসেম্বর) এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেটের বিভাগীয় সহকারি স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান।
সান নিউজ/এক/এনকে