নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুরে তথ্য অধিকার আইন বাস্তবায়নে যুবকদের করণীয় শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে মিরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে এক্টিভিস্তার কুষ্টিয়ার আয়োজনে যুবকদের নিয়ে এই সংলাপ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা সহকারী তথ্য কর্মকর্তা শিল্পী মন্ডল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুল ইসলাম নান্নু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জামসেদ আলী, মিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আছাদুর রহমান বাবু, একশন এইড বাংলাদেশের ইন্সপাইরেটর হাবিবা খানম চৈতি প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন আলোর নির্বাহী পরিচালক ফিরোজ আহম্মেদ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আলোর প্রকল্প সমন্বয়কারী মো. মাহফুজুর রহমান।
সান নিউজ/কেকে/এনকে/এস