নিজস্ব প্রতিনিধি, বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বেইলি ব্রিজ ভেঙে মালবোঝাই ট্রাক খালে পড়ে গেছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় দুই লক্ষাধিক মানুষের।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে অতিরিক্ত মাল বোঝাই একটি ট্রাক পার হওয়ার সময় নাইক্ষ্যংছড়ি-গর্জনিয়া সংযোগ সেতুটি ভেঙে যায়।
সড়ক বিভাগ ও স্থানীয়রা জানায়, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বিজিবি ১১ ব্যাটালিয়ন হেড কোয়ার্টার সংলগ্ন নাইক্ষ্যংছড়ি খালের উপরে স্থাপিত বেইলি ব্রিজ (স্টিল) ভেঙে মালবোঝাই একটি ট্রাক পার হওয়ার সময় ব্রিজটি বিকট শব্দে ভেঙে পড়ে। এ সময় মাল বোঝাই ট্রাকটি খালের নিচে পড়ে যায়। তবে গাড়ির চালক আহত হলেও বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী মাদ্রাসাছাত্র মামুন বলেন, বেইলি ব্রিজটি ভেঙ্গে যাওয়ায় নাইক্ষ্যংছড়ি উপজেলার সঙ্গে গর্জনিয়া-কচ্ছপিয়া ও বাইশারী ইউনিয়নের প্রায় দিই লক্ষাধিক মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সংযোগ সেতুটি এই অঞ্চলের মানুষের একমাত্র চলাচলের পথ। শিক্ষার্থী, ব্যবসায়ী এবং কৃষক সবাই চরম ভোগান্তিতে পড়েছে সেতুটি ধসে পড়ায়। দ্রুত সেতুটি পুনস্থাপনের দাবি জানাচ্ছি।
সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, ১৯৮৭ সালের দিকে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এই বেইলি ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। ভারি যানবাহন চলাচল করায় ব্রিজটি সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের নিয়ন্ত্রণাধীন বেইলি ব্রিজটি ২০১৪ সালের জুলাই মাসে আরও একবার সেতুটি ভেঙে পড়েছিল। পরে জোড়াতালি দিয়ে সেতুটি পুনরায় চালু করা হয়েছিল।
এছাড়া নাইক্ষ্যংছড়ি বিজিবিও জনস্বার্থে বেশ কয়েকবার সংস্কার করে সেতুটি। ২০১৪ সালে ব্রিজটি ভেঙে যাওয়ার পর বিজিবির পক্ষ থেকে ভারি যানবাহন চলাচল না করার জন্য একটি নির্দেশনাও দেয়া হয়েছিল। কিন্তু সেটি পরবর্তীতে আর মানা হয়নি।
এ বিষয়ে বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোসলেহ উদ্দিন জানান, নাইক্ষ্যংছড়ি-গর্জনিয়া সংযোগ বেইলি ব্রিজটি ভেঙে পড়ার খবর পেয়েছি। একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। যত দ্রুত সম্ভব সেতুটি পুনরায় স্থাপন করা হবে। তবে বেইলি ব্রিজটি ভেঙ্গে আরসিসি ব্রিজ নির্মাণের একটি প্রস্তাবনা ইতোমধ্যে পাঠানো হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে।
সান নিউজ/কেটি