নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে অনির্দিষ্টকালের জন্য যাত্রীবাহী লঞ্চ চলাচলও বন্ধ ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) মঙ্গলবার (২৪ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছে।
বিআইডব্লিউটিএর পরিচালক (নৌ-নিট্রা) মোঃ রফিকুল ইসলাম জানান, করোনা মোকাবেলায় সারাদেশে যাত্রীবাহী লঞ্চ চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
তবে যে সব লঞ্চ এই মুহূর্তে যাত্রী নিয়ে গন্তব্য-স্থলে রওনা হয়েছে সেগুলো এই নির্দেশনার বাইরে থাকবে বলেও জানান তিনি।
এদিকে, করোনা মোকাবেলায় সারা দেশে গণপরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে। অনির্দিষ্টকালের জন্য ২৬ মার্চ থেকে বন্ধ হচ্ছে সব ধরনের ট্রেন চলাচলও।
এর আগে সোমবার (২৩ মার্চ) দেশে ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা করে সরকার, এর আগের দিন অর্থাৎ রবিবার (২২ মার্চ) স্থগিত করা হয় এইচএসসি পরীক্ষা। পাশাপাশি দেশের সুপারমার্কেট গুলোসহ সব দোকান বন্ধের ঘোষণা আসে। তবে, কাঁচাবাজার, ওষুধের দোকান এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা থাকবে।
বিশ্বে প্রায় সব দেশে ছড়িয়ে পড়া এই ভাইরাসে ১৬ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আক্রান্ত হয়েছেন সাড়ে ৩ লাখ মানুষ। অবশ্য এদের মধ্যে অন্তত এক লাখ মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
বাংলাদেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছে গত ৮ মার্চ। এরপর দিন দিন এ ভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়েছে। সবশেষ হিসাবে দেশে এখন পর্যন্ত ৩৩ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন তিন জন।
সান নিউজ/সালি