নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর : জয়পুরহাটে বাস-ট্রাক সংঘর্ষে ১২ জন নিহতের রেশ কাটতে না কাটতেই দিনাজপুরের ফুলবাড়িতে ট্রেন-ট্রাক সংঘর্ষ হয়েছে। এতে সুশান্ত কুমার দাস (৩২) নামে এক গেটকিপারের মৃত্যু হয়েছে।
সোমবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত ১টায় ফুলবাড়ি পৌরশহরের রেলঘুণ্টি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর প্রায় পাঁচ ঘণ্টা রেলযোগাযোগ বন্ধ ছিল। ভোর ৭টায় সুশান্তের মরদেহ ট্রাকের নিচ থেকে উদ্ধার করা হয়।
নিহত গেটকিপার সুশান্ত পাবনার ঈশ্বরদী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। এ ঘটনায় ট্রাকচালক সাইদুল ইসলামকে আটক করেছে পুলিশ। ট্রাকচালক সাইদুল ইসলাম নওগাঁর মহাদেবপুর উপজেলার কফিলউদ্দিন মন্ডলের ছেলে।
ফুলবাড়ী রেলওয়ে স্টেশনের সুপার ইসরাফিল সরকার বলেন, দিবাগত রাত ১টা ৪ মিনিটে বিরামপুর থেকে ২৩ আপ একটি মালবাহী ট্রেন ফুলবাড়ি স্টেশনের ১ নম্বর লাইনে প্রবেশ করে। কিন্তু এর এক মিনিট পর স্টেশনের অনুমতি না নিয়ে এমজিবিসি নামক ট্রেনটি একই লাইনে প্রবেশের চেষ্টা করে। ট্রেনটি পার্বতীপুর থেকে মাল নিয়ে ঢাকা যাচ্ছিল।
স্টেশন থেকে ৫শ গজ উত্তরদিকে রেলঘুণ্টি নামকস্থানে ঠাকুরগাঁও থেকে বগুড়াগামী চালবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-৯৭১৩) ট্রেনটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনার সময় ওই এলাকায় প্রচণ্ড কুয়াশা ছিল। এতে ট্রাকটি ছিটকে রাস্তার পাশে পড়ে যায়।
মঙ্গলবার ভোর ৭টায় ক্রেন দিয়ে ট্রাকটি সরানোর সময় ট্রাকের নিচে গেটকিপার সুশান্ত কুমার দাসের মরদেহ পাওয়া যায়। দুর্ঘটনার পর থেকে ট্রেন চলাচল বন্ধ ছিল। ভোর ৬টা ১০ মিনিটে মালবাহী ট্রেন লাইন থেকে সরিয়ে নেয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
সান নিউজ/বিএস