নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ি বিদ্যুৎকেন্দ্রে পাওয়ার গ্রিডে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে।
সোমবার (২১ ডিসেম্বর) বিকেলে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
পলাশবাড়ি গ্রিডের উপসহকারী প্রকৌশরী রফিকুল ইসলাম জানান, বিকেল ৪টা ৪০ মিনিটে হঠাৎ করে পলাশবাড়ি গ্রিডের গোবিন্দগঞ্জ নেসকো ফিদারের বিদ্যুৎ ট্রান্সফর্মারে বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। পরে নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
বিস্ফোরণের পর গাইবান্ধার সবক’টি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। সন্ধ্যা ৭টার দিকে পলাশবাড়িতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেও গাউবান্ধা-১, ২ ও গোবিন্দগঞ্জ ফিদারে এখানো বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি।
গাইবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বখতিয়ার উদ্দিন জানান, বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু তার আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
সান নিউজ/কেটি