নিজস্ব প্রতিনিধি, খুলনা : বাগেরহাট জেলার রামপাল উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ারে মো. কামাল হোসেনের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন আদালত।
সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে খুলনা মহানগর দায়রা জজ বিশেষ আদালত বিচারক মো. শহিদুল ইসলাম এ আদেশ দেন।
খুলনা–মংলা রেলওয়ে জমি অধিগ্রহণকালে ২০১৭ সালে মো. কামাল হোসেন ১ কোটি ৩৪ লাখ টাকা আয় বহির্ভূত সম্পর্দ অর্জনের অভিযোগে ২০২০ সালে দুদক খুলনা সহকারী পরিচালক মো. শাওন মিয়া বাদী হয়ে এই মামলা দায়ের করেছিল।
দুদক খুলনার আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মুজিবর রহমান জানান, সোমবার তিনি মহানগর দায়রা জজ বিশেষ আদালতে আত্মসমার্পণ করে জামিনের আবেদন করলে জামিনের বিরোধিতা করে বক্তব্য রাখেন দুদকের আইনজীবী। সার্ভেয়ার কামাল হোসেনের পক্ষে যুক্তি প্রদর্শন করে বক্তব্য দেন খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারীসহ কয়েকজন আইনজীবী।
আদালতের বিচারক মো. শহিদুল ইসলাম উভয় পক্ষের শুনানী শেষে সার্ভেয়ার কামাল হোসেনের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন। মামলা হওয়ার পর থেকে সার্ভেয়ার কামাল হোসেন উচ্চ আদালতের জামিনে ছিলেন।
সান নিউজ/খাআ/কেটি