নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া: বন্ধ কুষ্টিয়া চিনিকল চালু করা ও বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে লাগাতার আন্দোলনের অংশ হিসেবে মিলগেটে বিক্ষোভ করেছে শ্রমিক কর্মচারী ও আখচাষিরা।
সোমবার (২১ ডিসেম্বর) বেলা ১২টার দিকে কুষ্টিয়া সুগার মিলের মূল ফটকে বিক্ষোভ করেন তারা।
এসময় চিনিকল চালুর দাবি ও শ্রমিকদের বকেয়া ৭ মাসের বেতন এবং আখ চাষিদের বকেয়া টাকা পরিষদের দাবিতে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক নেতারা।
এ সময় কুষ্টিয়া সুগার মিলসহ রাষ্ট্রায়ত্ত ছয়টি চিনিকল বন্ধের প্রতিবাদ জানিয়ে ঝাড়ু হাতে অংশ নেন কিছু শ্রমিকরা। দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা।
প্রসঙ্গত, আগামী ২৫ ডিসেম্বর এই বছরের আখ মাড়াই কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও পাহাড় সমান লোকসান আর দেনার দায়ে গেলো দুই ডিসেম্বর কুষ্টিয়া চিনিকলের আখ মাড়াই বন্ধ ঘোষণা করা হয়। এর পর থেকেই শ্রমিক কর্মচারী ও রেনউইক যজ্ঞেশ্বর শ্রমিক কর্মচারী ইউনিয়ন এবং আখ চাষি কল্যাণ সমিতি আন্দোলন চালিয়ে আসছে।
সান নিউজ/কেটি