নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : রাজশাহী মহানগরীতে ৪ কোটি ১৮ লাখ টাকার হেরোইনসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, গোদাগাড়ীর দিয়াড় মানিকচক এলাকার কামরুল ইসলাম (৫০) এবং নগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকার হড়গ্রাম নতুন পাড়ার ওমর শরীফ রনি (৩০)।
সোমবার (২১ ডিসেম্বর) সকালে র্যাব-৫ এর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়,রবিবার রাতে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কোর্ট স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি ১৮৫ গ্রাম হেরোইনসহ তাদের আটক করা হয়।
র্যাব আরও জানায়, আটককৃতরা শীর্ষ মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরেই মাদক কারবারে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে নজরদারির মাধ্যমে তাদের হাতে নাতে আটক করে র্যাব। এরই ধারাবহিকতায় রবিবার রাতে অভিযান চালিয়ে তাদের ৪ কেজি ১৮৫ গ্রাম হেরোইনসহ আটক করা হয়।
যার আনুমানিক মূল্য ৪ কোটি ১৮ লাখ টাকা। এব্যাপারে আসামিদের রিরুদ্ধে রাজশাহী মহানগর কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
সান নিউজ/এসএ