নিজস্ব প্রতিনিধি, হাটহাজারী (চট্টগ্রাম) : চট্টগ্রাম হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ভেলোয়ারপাড়া এলাকায় ভেলোয়ারপাড়া সমাজ কল্যাণ ও প্রবাসী পরিষদের ব্যবস্থাপনায় রাস্তায় লাইট স্থাপন করা হয়েছে।
শনিবার (১৯ ডিসেম্বর) সংগঠনটির উদ্যোগে রাতে অন্ধকার দূরীকরণের লক্ষ্যে রাস্তার বিভিন্ন পয়েন্টে লাইট স্থাপন করা হয়। মূলত: রাতে মানুষের চলাচলের সুবিধার্থে এই কার্যক্রম গ্রহণ করে তারা।
এবিষয়ে সংগঠনটির সভাপতি মুহাম্মদ আব্দুল হাকিম বলেন-এই ভেলোয়ারপাড়া রোড়ে শত শত মানুষের যাতায়াত রয়েছে। তাই রাতে মানুষের চলাচলের সুবিধার্থে সমাজের কল্যাণে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
রাস্তাটি ব্রিক সলিন হওয়াতে বর্ষার সময় বড় বড় গর্ত হয়ে অবস্থা খুবই খারাপ হয়ে যাওয়ায় রাতে এলাকার বৃদ্ধ লোকেরা মসজিদে যাওয়ার সময় সমস্যা হতো। রাতে চলাচলের সুবিধার্থে লাইটিং ব্যবস্থা করায় সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সমাজের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, প্রবাসী পরিষদের সভাপতি মুহাম্মদ হোসেনের পিতা আব্দুস শুক্কুর,সাধারণ সম্পাদক বাহাদুরের পিতা মুহাম্মদ ইউছুপ, সাংগঠনিক সম্পাদক নুরউদ্দিনের পিতা বাবুল, যুগ্ন-সম্পাদক জাফর ইসলামের পিতা হাজি ইউছুপ, প্রবাসী কল্যাণ সম্পাদক মুহাম্মদ হাসানের পিতা ইসমাঈল কোম্পানি, অর্থ সম্পাদক আব্দুর রহিম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ মঞ্জু, সমাজ প্রতিনিধি হাবিব সওদাগর, গ্রাম পুলিশ মুহাম্মদ আলী সহ সংগঠনের সম্পাদকমন্ডলি ও সদস্যবৃন্দ।
সান নিউজ/ওজি/এনকে