সারাদেশ

যথাযোগ্য মর্যাদায় ভাটিয়াপাড়া মুক্ত দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : সারা দেশ যখন বিজয়ের আনন্দে উদ্বেলিত ও আত্মহারা, সে সময়েও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়ায় পাক হানাদার বাহিনী যুদ্ধ করে যাচ্ছিল।

শনিবার (১৯ ডিসেম্বর ) গোপালগঞ্জের কাশিয়ানীর ভাটিয়াপাড়া শত্রু মুক্ত হয়। এই দিন পাকবাহিনীর দখলে থাকা কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া ওয়্যারলেস ষ্টেশনের (মিনি ক্যান্টনমেন্টের)পতন ঘটে। এই পতনের মধ্য দিয়ে হানাদার মুক্ত হয় কাশিয়ানীসহ পুরো গোপালগঞ্জ অঞ্চল।

দিনটি পালন উপলক্ষে শনিবার সকাল ৯টায় ভাটিয়াপাড়া শহীদ স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে।পরে বেলা ১১টায় ভাটিয়াপাড়া ক্লাব মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভায় প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জের দায়িত্বপ্রাপ্ত মহিলা এমপি নার্গিস রহমান। উপজেলা নির্বাহী অফিসার রথিন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কাশিয়ানী থানার ওসি মোঃ আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সভাপতি বদরুদ্দোজা বদর, মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে কাশিয়ানী অঞ্চলের মুক্তিযোদ্ধা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রতিবছর এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হলেও এ বছর করোনার কারণে কর্মসূচী সীমিত করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৭১ সালের ১৯ ডিসেম্বর খুব ভোরে নড়াইল জেলার দিক থেকে ৮ নম্বর সেক্টরের কমান্ডার মেজর মঞ্জুর, নড়াইল জোনের মুক্তিবাহিনীর কমান্ডার ক্যাপ্টেন হুদা, লেঃ কর্ণেল জোয়ান, কামাল সিদ্দিকী, গোপালগঞ্জ ও ফরিদপুরের দিক থেকে ক্যাপ্টেন ইসমত কাদির গামা ও বাবুলের নেতৃত্বে মুক্তিবাহিনীর কমান্ডারগণ সম্মিলিতভাবে ভাটিয়াপাড়ার মিনি ক্যান্টনমেন্টে আক্রমন চালায়।

মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক এ হামলা ও বীরোচিত সাহসী যুদ্ধে অবশেষে দুপুরের দিকে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর যৌথ কমান্ডারের কাছে ৬৫ জন পাক সেনা ও শতাধিক রাজাকার আত্মসর্মপণ করে। দেশ স্বাধীনের তিন দিন পর হানাদার মুক্ত হয় কাশিয়ানীর ভাটিয়াপাড়াসহ সমগ্র গোপালগঞ্জ অঞ্চল।

সান নিউজ/বিকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা