নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের প্রক্রিয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) মনোনয়ন ফরম জমা দানের প্রথম দিনে পৌরসভার ৯ টি সাধারণ ওয়ার্ডের মধ্যে ৪ টি ওয়ার্ড থেকে ৮ টি এবং সংরক্ষিত ৩টি ওয়ার্ডের মধ্যে ৩টি ওয়ার্ড থেকে ৩টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। সম্ভাব্য প্রার্থীগণ সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তার নিকট মনোনয়ন পত্র দাখিল করেন।
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা এবিএম আজমল হোসেন জানায়, বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকা থেকে ফরম জমা নেয়ার কার্যক্রম শুরু হয়েছে। বিকাল ৫ টা পর্যন্ত পৌরসভার ১ নং ওয়ার্ড থেকে ১টি, ৬নং ওয়ার্ড থেকে ২টি, ৭নং ওয়ার্ড থেকে ২ টি, ৯ নং ওয়ার্ড থেকে ৩ টি, সংরক্ষিত ১ নং ওয়ার্ড থেকে ১ টি, ২ নং ওয়ার্ড থেকে ১ টি ও ৩ নং ওয়ার্ড থেকে ১টি মনোনয়ন ফরম জমা দেয়া হয়েছে।নির্বাচনী আচরণ বিধি মেনে সম্ভাব্য প্রার্থীরা অনাড়ম্বর পরিবেশে তাদের মনোনয়ন পত্র দাখিল করেন।
তিনি আরও জানান, আগামী ১৬ জানুয়ারী অনুষ্ঠিতব্য বোয়ালমারী পৌর নির্বাচনকে সামনে রেখে গত ১০ ডিসেম্বর থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত মেয়র পদে ৬ টি, সাধারণ কাউন্সিলর পদে ৩৬ টি ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ টি মনোনয়ন পত্র বিক্রি হয়েছে।
সান নিউজ/কেএস/এনকে/এস