সারাদেশ

এনজিওকর্মীর কব্জি কেটে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৪

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী : নরসিংদীতে এনজিওকর্মী শান্তা আক্তারের (৩১) হাতের কবজি বিচ্ছিন্ন করে ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব-১১।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-১১-এর অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বুধবার রাতে র‌্যাব-১১-এর একটি দল ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদীর মাধবদী বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

র‍্যাব বিজ্ঞপ্তিতে জানায়, এ ঘটনায় গ্রেফতার চার জনের মধ্যে দুজন সরাসরি জড়িত, অন্য দুজন তাদের সহযোগী। তারা হলেন- মো. রুবেল মিয়া (২৬), আবদুল বাদশা মিয়া (২২), মাহাবুবা আক্তার মেরিনা (২২) ও মিঠি বেগম (২৬)। অভিযানের সময় সহযোগীদের কাছ থেকে ছিনতাই করা এক লাখ ৯১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া সিসি ক্যামেরায় ধারণকৃত দৃশ্যে রুবেলের পরা গেঞ্জি, বাদশার মাথার ক্যাপ ও ভুক্তভোগী নারীর মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গত মঙ্গলবার দুপুর দেড়টার দিকে শহরের পশ্চিম কান্দাপাড়া এলাকার নরসিংদী সরকারি মহিলা কলেজের সামনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই রাতেই বেসরকারি উন্নয়ন সংস্থা আশার বাজিরমোড় শাখার ব্যবস্থাপক ইসমাইল হোসেন শিকদার বাদী হয়ে অজ্ঞাত দুজনকে আসামি করে নরসিংদী মডেল থানায় মামলা করেন। শান্তা আক্তার শহরের পশ্চিম ঘোড়াদিয়ার সংগীতা এলাকার মো. বাবু নাজিরের স্ত্রী। তিনি আশার বাজিরমোড় শাখার একজন ঋণ কর্মকর্তা হিসেবে পাঁচ বছর ধরে কাজ করছেন বলে জানায় সংস্থাটি।

র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম বলেন, তারা সবাই পেশাদার ছিনতাইকারী এবং বিভিন্ন অসামাজিক ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে জানা গেছে। তাদের মধ্যে রুবেলের নামে ৪টি, বাদশার নামে ৮টি এবং মিঠি বেগমের নামে ২টি মামলা আছে।

সান নিউজ/কেটি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ শনিবার (১২ এপ্রিল) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের পর...

চারুকলায় আগুনে পুড়ল ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’

নববর্ষ শোভাযাত্রা উদযাপনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বানানো দু...

মার্চ ফর গাজা: সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে...

বিশ্বের শীর্ষ ধনকুবের ৩০২৮ জন

বিশ্বের শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন। এ তালিকায় এ বছর স্...

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারে সেলিম এর নগদ অর্থ, খাবার প্রদান

রংপুরের মিঠাপুকুর উপজেলার ৫নং বালার হাট ইউনিয়নের ক...

গাইবান্ধার ধর্ষণ মামলার আসামি বগুড়ায় গ্রেপ্তার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় গৃহবধু ধর্ষণ মামলার...

হিমাগারে বিএডিসির আলুবীজের জায়গা মিলে নাই; বিপাকে কৃষক

কিশোরগঞ্জের হোসেনপুরে বিএডিসির আলুবীজ হিমাগারে জায়...

বাঙালির উৎসব বাংলা নববর্ষ

পহেলা বৈশাখ- বাংলা নববর্ষ। বাঙালির প্রাণের উৎসব। এ...

চিপসে রং ব্যবহার করায় ভ্রাম্যমাণ আদালতে লাখ টাকা জরিমানা

বিষাক্ত রাসায়নিক রং ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল চিপস তৈরির অভিযোগে স...

ঝড়ে ভালুকায় বিদ্যুৎ বিপর্যয়: ৮টি খুঁটি ভেঙে যান চলাচল অচল

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকা-মল্লিকবাড়ী সড়ক এলাকায় বাংলাদেশ বিদ্যুৎ উন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা