নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা সার্কিট হাউস মোড়ে রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
ক্লাবের সভাপতি গাজী মোক্তার হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাফিজুর রহমানের সঞ্চালনায় বিজয় দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুর রহমান পলাশ, মহিলা বিষয়ক সম্পাদক আফরোজা পারভীন, অর্থ সম্পাদক মো. শাহজাহান আলম, তথ্য সম্পাদক মাজহারুল ইসলাম, কার্যকারী সদস্য তোহা খান প্রমুখ।
এ সময় সদস্য মো. মনিরুজ্জামান মনি, মো. আজহারুল ইসলাম, মো. নুরূল ইসলাম সাগর, মো. মামুন হোসেন, অ্যাড. নজরুল ইসলাম, মো. মিজানুর রহমান, শেখ শিমুল হোসেন, মো. রফিকুল ইসলাম, মো. ফারুক হোসেন, মো. শাহারিয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।
সান নিউজ/এমআই/এনকে