নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : পদ্মা সেতু বাংলাদেশের মানুষের পৈতৃক সম্পতি, তবে বিএনপি'র নয়। কেননা, আপনারা এটা নিয়ে ষড়যন্ত্র করেছেন বলে জানিয়েছেন, আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক এমপি।
পদ্মা সেতু কারও পৈতৃক সম্পতি নয়- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর এমন কথার জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।
বুধবার (১৬ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে মন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আয়োজিত বিজয় দিবস আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এসময় মন্ত্রী বলেন, পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র হয়েছে। আমাদের সৌভাগ্য যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মতো যোগ্য নেতা পেয়েছি। তিনি দেশের টাকায় পদ্মা সেতু করার ঘোষণা দেন। আজ বিজয় দিবসে গর্ব করে বলতে পারি পদ্মা সেতু হয়ে গেছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূর এ আলম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাউল আলম, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রসুল আহমেদ নিজামী প্রমুখ।
সান নিউজ/কেটি