সারাদেশ

বিজয় দিবসে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল

নিজস্ব প্রতিনিধি, সিলেট : ভোর থেকেই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন সাধারণ মানুষ। কেউ একা, কেউ কেউ দল বেঁধে। হাতে ফুল, মুখে গান-স্লোগান। আসছেন শিশু, নারী, বৃদ্ধসহ সব বয়সের সচেতন মানুষ।

আজ ১৬ ডিসেম্বর। আমাদের মহান গৌরবের বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ ৯ মাসের যুদ্ধ শেষে আত্মসমর্পণ করেছিল পাক হায়েনারা। গৌরব আর অহংকারের এই দিনটিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ভোর থেকেই ভিড় করেন অসংখ্য মানুষ। এরপর সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে সেই ভিড়।

সকালে থেকে বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শহীদদের প্রতি। এসময় সহস্র মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারসহ গোটা চৌহাট্টা এলাকা।

প্রথমেই শহীদ মিনারে প্রথমেই ফুল দিয়ে শ্রদ্ধা জানায় শহীদ মিনার বাস্তবায়ন কমিটি।এরপর বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর, সিলেটের বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, পুলিশ সুপার, জেলা প্রেসক্লাব, বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা ও মহানগর, বিএনপি সিলেট জেলা ও মহানগর, জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল, ছাত্রলীগ, ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও সামাজিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট।

এছাড়া বুধবার সন্ধ্যায় আলোর মিছিল করবে সাংস্কৃতিক সংগঠন শ্রুতি।

সান নিউজ/এক/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা