সারাদেশ

অনলাইনে শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠানের দাবি ৪১ জন শিক্ষকের

নিজস্ব প্রতিনিধি, খুলনা : কোভিড-১৯ সংক্রমণের ঝুঁকি বাড়ার আশংকা প্রকাশ করে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ২০২১ সনের কার্যনির্বাহী পরিষদের ২৭ ডিসেম্বরের নির্বাচন অনলাইনে ভোট নেয়ার ব্যবস্থা রেখে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন খুবির ৪১ জন শিক্ষক।

খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীন পরিকল্পনা ডিসিপ্লিনের প্রফেসর ড.মোঃ রেজাউল করিম স্বাক্ষরিত একটি লিখিত আবেদন মঙ্গলবার (১৫ ডিসেম্বর) নির্বাচন কমিশন বরাবর জমা দেয়া হয়েছে।

৪১ জন শিক্ষকের নাম সম্বলিত এ লিখিত আবেদনে উল্লেখ করা হয়, আগামি ২৭ ডিসেম্বর খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ২০২১ সনের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে শিক্ষকরা মনে করেন যে, বর্তমান কোভিড-১৯ সংক্রমণের প্রেক্ষাপটে ব্যক্তিগতভাবে ভোট কেন্দ্রে উপস্থিত থেকে ভোট প্রদান করা হলে কোভিড-১৯ সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। ঝুঁকি এড়ানোর জন্য অনেক সম্মানিত শিক্ষক ভোট প্রদান করতে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে অবস্থিত ভোট কেন্দ্রে উপস্থিত হবেন না।

আরও উল্লেখ করা হয় খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকদের প্রতিনিধি। এমতাবস্থায় এই সমিতির নির্বাচনের কারণে যে কোন স্বাস্থ্য ঝুঁকির দায়ভার নির্বাচন কমিশনের উপর বর্তায়। তারা মনে করেন যে, শিক্ষকদের প্রতিনিধি নির্বাচনের এই প্রক্রিয়া হওয়া উচিত অধিকতর অংশগ্রহণমূলক এবং স্বাস্থ্য ঝুঁকিমুক্ত পরিবেশে।

উল্লেখিত শিক্ষকরা আরও মনে করেন, স্বাস্থ্য ঝুঁকি ছাড়াও বর্তমান তফসিলে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হলে তা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নৈতিকতার সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে না। যেখানে বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের টার্ম ফাইনাল পরীক্ষা আয়োজন করা সম্ভব হচ্ছে না, শিক্ষার্থীদের পাঠদান ও গবেষণা কার্যক্রম অনলাইনে পরিচালিত হচ্ছে, সেখানে বর্তমান তফসিলে শিক্ষকদের স্বশরীরে উপস্থিত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে বিরুপ ধারণার জন্ম দিবে।

শিক্ষক সমিতির নির্বাচন একটি চলমান প্রক্রিয়া। বর্তমান কোভিড-১৯ সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের প্রেক্ষাপটে যেখানে সরকার অধিকতর সুরক্ষামুলক পদক্ষেপ গ্রহণে জনসাধারণসহ সকল প্রতিষ্ঠানকে নির্দেশনা দিচ্ছেন এবং উৎসাহিত করছেন। সেখানে এই নির্বাচনী প্রক্রিয়া চলমান রাখতে উল্লেখিত শিক্ষকরা বিকল্প প্রস্তাব হিসাবে বর্তমান তফসিল পরিবর্তন পূর্বক অনলাইনে ভোট প্রদানের ব্যবস্থা রেখে নির্বাচন অনুষ্ঠানের দাবী জানায়।

এ লিখিত আবেদনের নমুনা কপি খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কার্যনির্বাহী পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক ও, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি বরাবর জমা দেয়া হয়েছে।

শিক্ষকরা হলেন : প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম, নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিন, প্রফেসর ড. মোঃ নাজমুল আহসান, ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিন. প্রফেসর ড. মোঃ রায়হান আলী, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন, প্রফেসর ড. মোঃ এমদাদুল হক, ইংরেজি ডিসিপ্লিন, প্রফেসর ড. এস এম মাহাবুবুর রহমান, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন, প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান, ফার্মেসি ডিসিপ্লিন, প্রফেসর ড. কাজী জাহাঙ্গীর হোসেন, এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিন, প্রফেসর শেখ মাহমুদুল হাসান, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন, প্রফেসর মেহেদী হাসান মোঃ হেফজুর রহমান, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন, প্রফেসর ড. মোঃ এনামুল কবির, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন, প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান, ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিন, প্রফেসর ড. মোঃ আব্দুর রউফ, ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিন, প্রফেসর ড. মোঃ গোলাম সারোয়ার, ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিন, প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন, প্রফেসর মোঃ খসরুল আলম, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন, প্রফেসর ড. নবীউল ইসলাম খান, ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিন, প্রফেসর ড. মোঃ সোবহান মল্লিক, ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিন, প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিন, প্রফেসর

ড. মোঃ নজরুল ইসলাম, ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিন, প্রফেসর ড. মোঃ আজহারুল ইসলাম, ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিন, প্রফেসর ড. মোঃ শামীম আহসান, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন, প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম, স্থাপত্য ডিসিপ্লিন, প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম, ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিন, প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান, ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি
ডিসিপ্লিন, প্রফেসর ড. মোঃ নুর আলম, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন, প্রফেসর শরিফ মোহাম্মাদ খান, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন, প্রফেসর ড. এস এম আব্দুল আওয়াল, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন, প্রফেসর ড. মোঃ নাসিফ আহসান, অর্থনীতি ডিসিপ্লিন, প্রফেসর ড. কাজী সাইফুল ইসলাম, নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিন, প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান, নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিন, প্রফেসর ড. মোঃ জাকির হোসেন, নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিন, প্রফেসর আরিফা শারমিন, ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিন, প্রফেসর ড. মুসলিমা খাতুন, ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিন, প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন, প্রফেসর ড. মোঃ আব্দুল আলিম, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন, প্রফেসর এস এম শামসুল আলম, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন, প্রফেসর ড. মোঃ এমদাদুল ইসলাম, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন, প্রফেসর ড. সাঈদা রেহানা, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন, প্রফেসর মমতাজ খানম, ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিন, প্রফেসর ড. মোঃ আতিকুল ইসলাম, এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিন, প্রফেসর ড. শেখ মোতাসিম বিল্লাহ, সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিন।

সান নিউজ/কেএ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা