নিজস্ব প্রতিনিধি, উলিপুর (কুড়িগ্রাম) : সারাদেশের ন্যায় কুড়িগ্রামের উলিপুরে শনিবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে 'জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান' এই স্লোগানকে ধারণ করে উলিপুর উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ প্রতীকি অবস্থান পালন করেছে।
সাম্প্রতিক কুষ্টিয়া জেলায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা ও অবমাননার প্রতিবাদে সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ বিজয়ের মাসে প্রতীকি অবস্থানের মধ্য দিয়ে দেশের সকল কার্যক্রমগুলোকে সৎ ও নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করার প্রতিশ্রুতি নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-এ জান্নাত রুমি জানান, জাতির জনকের ভাস্কর্য ভাঙা ও অবমাননার প্রতিবাদে সারাদেশের ন্যায় জেলা প্রশাসকের সমন্বয়ে এ প্রতীকি অবস্থান পালন করা হয়।
সান নিউজ/কাস্বা/কেটি