নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি : ‘জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান’ স্লোগানে কুষ্টিয়ায় জাতির পিতার ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
ঝালকাঠি জেলাপর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের আয়োজনে শনিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় দু’ঘণ্টাব্যাপী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।
ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রসাশক সার্বিক আরিফুল ইসলামের সঞ্চালনায় জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন পুলিশ সুপার ফাতিয়া ইয়াসমিন ও জেলা ও দায়রা জজ মো. শহীদুল্লাহসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাবৃন্দ।
বক্তারা এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। একই সঙ্গে বিচার বিভাগসহ সরকারি কর্মকর্তারা এ ঘটনার সঙ্গে সরাসারি জড়িত ও নেপথ্যের উস্কানিদাতা মৌলবাদী চক্রের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
এদিকে, একই দাবিতে ঝালকাঠি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজও মানববন্ধন করে।
সান নিউজ/আরকে/কেটি