নিজস্ব প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : গত এক সপ্তাহ ধরে ঘনকুয়াশা, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, হিমেল হাওয়া এবং কনকনে ঠাণ্ডায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
শীত বস্ত্রের অভাবে ছিন্নমূল পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে। সরকারিভাবে ৭ হাজার শীতবস্ত্র বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বিশেষ করে তিস্তার চরাঞ্চলের অসহায় পরিবারগুলো কাবু হয়ে পড়েছে।
গত বুধবার থেকে সূর্যের আলো দেখা যায়নি সুন্দরগঞ্জের আকাশে। ঠাণ্ডায় কর্মজীবী এবং শ্রর্মজীবী মানুষজন কাজকর্ম করতে পারছেন না। হাট, বাজার, দোকানপাট চলছে ঢিলেঢালাভাবে।
এদিকে, ঠাণ্ডায় নানাবিধ রাগব্যাধির প্রার্দুভাব দেখা দিয়েছে। চরাঞ্চলের মানুষগুলো আগুন জ্বালিয়ে ঠাণ্ডা নিবারণ করছেন।
অপরদিকে, ঘনকুয়াশার কারণে যানবাহন চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা।
সান নিউজ/রেই/কেটি