নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বর আসার আগেই কনের বাড়িতে এসিল্যান্ড উপস্থিত হওয়ায় বাল্যবিয়ের হাত থেকে রাক্ষা পেল নবম শ্রেণির এক ছাত্রী।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ভিটিদাউদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী বিজয়নগরের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহাবুবুর রহমান বলেন, দুপুরে ভিটিদাউদপুর গ্রামের এক যুবকের সাথে ভিটিদাউদপুর পশ্চিমপাড়া গ্রামের মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়েরর নবম শ্রেণির এক ছাত্রীর বিয়ে হওয়ার কথা ছিল। মেয়ের পিতা কৃষক। বিয়ে বাড়িতে সকল প্রস্তুতি সম্পূর্ণ ছিল। বিষয়টি স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে দুপুরে কনের বাড়িতে উপস্থিত হয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেওয়া হয়। পরে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেয়ে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে ওই ছাত্রীর বাবা, মার কাছ থেকে মুচলেকা আদায় করেন। বাল্যবিয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এ সময় স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আজাদ, স্থানীয় মেম্বার নাসির মিয়াসহ বিজয়নগরের থানা পুলিশ উপস্থিত ছিলেন।
সান নিউজ/কেটি