নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি : ঝালকাঠি সদর পৌর সভার মেয়র প্রার্থী ঘোষণা দিয়েছেন আওয়ামীলীগের উপদেষ্টা আমির হোসেন আমু। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে আওয়ামীলীগ আয়োজিত বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে এক সভায় ভিডিও কনফারেন্সে এ ঘোষণা দিয়েছেন বলে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির এ তথ্য নিশ্চিত করেছেন।
যদিও নির্বাচনের তারিখ ঘোষণা এখনও হয়নি। অন্য কোন দলের কোন মনোনয়ন প্রত্যাশী না থাকলেও আওয়ামীলীগের বেশ কয়েকজন প্রার্থী মনোনয়ন প্রত্যাশী থাকায় দলীয় কোন্দল এড়াতে এমন ঘোষণা দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
বর্তমান মেয়র পৌর আওয়ামীলীগের সভাপতি লিয়াকত আলী তালুকদারকে তিনি আগামী পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে তার একক নাম জেলা আওয়ামীলীগ থেকে সুপারিশ করে কেন্দ্রে পাঠানো হয়েছে বলে ভিডিও কনফারেন্সে এ খবর জানান আমু।
সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনিরসহ নেতৃবৃন্দ।
তবে এ ব্যাপারে বর্তমান মেয়র পৌর আওয়ামীলীগের সভাপতি লিয়াকত আলী তালুকদার কোন মন্ত্রব্য করতে রাজী হয়নি।
সান নিউজ/আরকে/এনকে