নিজস্ব প্রতিনিধি, সিলেট : অতিরিক্ত মূল্যে আলু বিক্রির অপরাধে সিলেটে ‘স্বপ্ন’কে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও র্যাব-৯।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকেলের দিকে ‘স্বপ্ন’র আম্বরখানা শাখাকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতি কেজি আলুর সরকার নির্ধারিত দাম ৩০টাকা। কিন্তু ‘স্বপ্ন’র এ শাখা ৪৫ টাকা কেজিতে এই আলু বিক্রি করছে বলে প্রায়ই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে অভিযোগ করছেন ক্রেতারা।
সম্প্রতি তেমনি এক ক্রেতা ইফতেখার মো. নাবিল ভোক্তা অধিদফতরে অভিযোগ দায়ের করেছিলেন।
অভিযোগের প্রেক্ষিতে অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ে শুনানিকালে সত্যতা প্রমাণিত হওয়ায় এই জরিমানা করা হয়েছে।
সান নিউজ/এক/এনকে