সারাদেশ

সেভেনআপের বোতলে এসিড, মৃত্যুর সঙ্গে লড়ছে স্কুলছাত্রী

নিজস্ব প্রতিনিধি, বরগুনা : সেভেনআপ ভেবে ব্যাটারির এসিড পান করে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রী। পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ জ্ঞানপাড়া গ্রামে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

ওই স্কুলছাত্রীর দাদা শাহজাহান মিয়া জানান, আজ (বৃহস্পতিবার) সকালের নাস্তা খাওয়ার পরে খাবার টেবিলে থাকা চানাচুর ও একটি সেভেন আপের বোতল দেখে কোমল পানীয় ভেবে তা পান করে ফেলে তার নাতনি। স্বাদের ভিন্নতা পেয়ে সঙ্গে সঙ্গে মুখ থেকে ফেলে দিলেও এ সময় সামান্য কিছু এসিড তার পেটে চলে যায়। বিষয়টি টের পেয়ে সঙ্গে সঙ্গে তাকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

শাহজাহান মিয়া আরও জানান, গতকাল বুধবার (৯ ডিসেম্বর) রাতে ওই স্কুলছাত্রীর বাবা স্থানীয় বাজার থেকে একটি সেভেন আপের খালি বোতলে পুরাতন ব্যাটারির পানি সংগ্রহ করে নিয়ে আসে তাদের সৌর বিদ্যুতের ব্যাটারিতে দেয়ার জন্য। সেই বোতলটি অন্যান্য সদাইপাতির সঙ্গে ঘরের খাবার টেবিলে রাখলে কোমল পানীয় ভেবে ওই স্কুলছাত্রী সেটা পান করে ফেলে।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জিএম আকবর বলেন, “প্রাথমিকভাবে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। যেহেতু এসিড পানি পান করেছে সেজন্য এন্ডোস্কোপি না করা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। আমরা হাসপাতালে ভর্তি করে অবজারভেশনে রেখেছি।‌ সমস্যা হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হবে।”

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা