নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে সিভিল সার্জন অফিসের আয়োজনে অফিসের সভা কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ, ডা. সাকিবুর রহমান ও ডা. ফাবিয়া হান্নান সাংবাদিকদের ক্যাম্পেইন সম্পর্কে ধারণা দেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের প্রশ্নের উত্তর দেন।
সম্মেলনে জানানো হয়েছে, আগামী ১২ ডিসেম্বর শনিবার থেকে শুরু হয়ে ২০২১ সালের ২৪ জানুয়ারি পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন। এ কর্মসূচীতে জেলার ৯ মাস থেকে ১০ বছরের কম বয়সী ২ লাখ ৭৫ হাজার ৭৩১ জন শিশুকে এই টিকা দেয়া হবে ।
এ কর্মসূচীতে ৪৩২ জন টিকাদানকারী ও ৬৪৮ জন স্বেচ্ছাসেবী পুরো জেলা ঘুরে ঘুরে এই টিকা প্রদান করবেন। জেলার ৪টি পৌরসভা ও ৬৯টি ইউনিয়নে পর্যায়ক্রমে এই কর্মসূচী চলবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এ সময় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সান নিউজ/বিকে/এনকে