নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : স্বপ্নের পদ্মা সেতুর শেষ স্প্যান বসায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মিষ্টি বিতরণ করেছে স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে শেষ স্প্যানটি বসানোর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মী ও স্থানীয় জনগণ আনন্দ-উল্লাসে মেতে ওঠে। এরপর তারা উপজেলা সদরে মিষ্টি বিতরণ করেন। এ সময় আওয়ামী লীগ নেতা ফরমান মুন্সী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক এস এম ইস্রাফিল, বাবলু হাজরা, যুবলীগ নেতা ফজলুর রহমান দিপু, হায়দার হাজরা উপস্থিত ছিলেন।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক বাবলু হাজরা বলেন, আজ পদ্মা সেতুর শেষ স্প্যানটি বসায় এপার-ওপার যুক্ত হলো। এই সেতুটি কাজ সম্পন্ন হলে দক্ষিণ বঙ্গের মানুষ সহজেই দেশের বিভিন্ন স্থানে যেতে পারবে। দক্ষিণ বঙ্গের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হবে। এই স্বপ্নের সেতু নির্মিত হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি।
সান নিউজ/বিকে/এনকে/এস