বুধবার, ৯ এপ্রিল ২০২৫
সারাদেশ প্রকাশিত ৯ ডিসেম্বর ২০২০ ১৪:০২
সর্বশেষ আপডেট ৩০ জুন ২০২১ ১৭:০৪

সিলেটে নবজাতকের মস্তক কেটে ফেললেন সার্জন

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটে এবার নবজাতকের মস্তক কেটে ফেললেন সার্জন। বুধবার (৯ ডিসেম্বর) দুপুরে নগরীর মিরের ময়দানের ফেয়ার হেলথ হাসপাতালে এ ঘটনা ঘটেছে।

অভিযোগের আঙ্গুল উঠেছে যে সার্জনের বিরুদ্ধে তার নাম ডা. আব্দুস সবুর। তিনি গাইনি বিভাগের একজন সার্জারি ডাক্তার। তিনি শুধু শিশুর মাথাই কাটেন নি, অভিভাবকদের কাছ থেকে বিষয়টি লুকানোর চেষ্টাও করেছেন।

জানা গেছে, নগরীর মিরাবাজারের অধিবাসী প্রবাসী ফারুক আহমদের স্ত্রীর শুকরিয়া বেগমের প্রসব ব্যথা উঠলে ডাক্তারের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। জন্মের পরপরই শিশুটিকে দুধ পান করাতে চাইলে দূরে সরিয়ে রাখেন ডাক্তার ও কর্তব্যরত নার্সরা। স্বজনরা জোর করে নবজাতককে মার কাছে নিয়ে গেলে মাথার পেছনের অংশ রক্তাক্ত দেখতে পান শুকরিয়া বেগম।

ফারুক আহমদের আত্মীয় ইজ্জাদুর রহমান মুন্না জানান, প্রথমে বিষয়টি লুকানোর চেষ্টা করেন ডাক্তার ও নার্সরা।পরে দেখে ফেললে তারা সান্তনা দেয়ার চেষ্টা শুরু করেন।

তিনি বলেন, শিশুটির মাথার পেছন দিকে গভীরভাবে অনেকটাই কেটে গেছে। আরেকটু কেটে গেলে হয়তো সে মারাই যেতো। এ বিষয়ে ফেয়ার হেল্থ হাসপাতালের সংশ্লিষ্ট দায়িত্বশীলদের একাধিকবার কল দিলেও সংযোগ পাওয়া যায়নি। পরে রিসিপশনিস্ট দোলন চৌধুরী জানান, এটি একটি অনাকাঙ্খিত দুর্ঘটনা। ঘটনার পরপরই হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা শিশুটিকে দেখে গেছেন।

অভিযুক্ত আব্দুস সবুর অবশ্য বিষয়টিকে পাত্তাই দিতে চাইছেন না। বলেন, এটি কোনো ঘটনাই নয়। এরকম মাঝে মাঝেই ঘটে।

লুকানোর বিষয়ে আব্দুস সবুর বলেন, এই অভিযোগ সত্য নয়। সামান্যই কেটেছে এবং শিশুটির অবস্থা ভালো। তবুও আমরা আলাদা শিশু বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে ট্রিটমেন্ট দিচ্ছি।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিয়ানমারের দূতসহ ঢাকায় আসছেন মার্কিন ২ কর্মকর্তা

এপ্রিলের মাঝামাঝি সময়ে ঢাকায় আসছেন মার্কিন প্রশাসন...

দিনাজপুরে অংশ নেবে ১ লাখ ৮২ হাজার ৪১০ পরীক্ষার্থী

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অ...

রাজনৈতিক বৈরিতা ঢাকা পড়েছে ভাগ-বাটোয়ারার ছায়ায়!

উপরে রাজনৈতিক বিরোধিতা থাকলেও ভেতরে ভেতরে ‘অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা