নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর) ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা দেয়া হয়েছে।
বুধবার (৯ ডিসেম্বর) বেলা ১২টায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বোয়ালমারী উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে 'জয়িতা অন্বেষণে বাংলাদেশ' শীর্ষক কার্যক্রমের আওতায় ২০২০ সালের নির্বাচিত ৫ জন জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়। পাঁচ জয়িতা হলেন পৌরসভার শিরিনা বেগম (অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করায়), মর্জিনা বেগম (সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায়), হেলেনা ইয়াসমিন (সফল জননী নারী), রোজিনা বেগম (নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী) এবং শেখর গ্রামের মিতা রায় (শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জন করায়)।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা কাকলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা কাকলী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইসমত কাদির সেলিম প্রমুখ। জয়িতাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মর্জিনা বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক দিলীপ কুমার অধিকারী।
সান নিউজ/কেএস/এনকে