নিজস্ব প্রতিনিধি, পাবনা: পাবনা সুগার মিল বন্ধের প্রতিবাদে ও আখমাড়াই অব্যাহত ও কৃষকদের পাওনাদি পরিশোধের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছে শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও আখচাষি ফেডারেশন।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল ১০টায় চিনিকল এলাকায় এই বিক্ষোভ করে।
শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি সাজেদুল ইসলাম শাহিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে পাবনা সুগার মিল বন্ধের প্রতিবাদে ও আখমাড়াই অব্যাহত রাখার দাবি তুলে বক্তব্য রাখেন, শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান উজ্জ্বল। তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
বুধবার (৯ ডিসেম্বর) তারা পাবনার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করবেন। তাদের দাবি না মানা হলে আগামীতে বৃহত্তর আন্দোলনেরও হুমকি দেন শ্রমিকেরা।
সান নিউজ/কেটি