নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ : ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জে বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে নারী ও শিশুসহ ৮ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।
সোমবার (৭ ডিসেম্বর) বিকেল ৪ টার দিকে নবীগঞ্জের সাতাইহাল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গজনাইপুর ইউনিয়নের মুড়াউরা গ্রামের আবু তাহের স্ত্রী সামিরুন বেগম (২৮), তার মেয়ে মারিয়া আক্তার (২), আবু তাহেরের ভাই আনু মিয়ার স্ত্রী হালিমা বেগম (২৫), সাতাইহাল গ্রামের নুরুল ইসলামের ছেলে অন্তর মিয়া (২২), সাতাইহাল (কাজীপাড়া) গ্রামের লিজা আক্তার (১৯), দেবপাড়া ইউনিয়নের লতিবপুর গ্রামের কিতাব আলী (৩০) ও অজ্ঞাত পুরুষ (২৬)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লা থেকে সিলেটগামী বিআরটিসি পরিবহনের যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো-ব-১১-৫৫১৮) সঙ্গে আউশকান্দি থেকে পানিউমদাগামী যাত্রীবাহী সিএনজি (হবিগঞ্জ-থ ১১-৬৭৭৭) ও অজ্ঞাত সিএনজিসহ দুটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি সিএনজি দুমড়ে-মুচড়ে যায়। একটি সিএনজিসহ বাস মহাসড়কের পার্শ্ববর্তী গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে সাতজনের মৃত্যু হয়।
এ ঘটনায় বাসের যাত্রীসহ আহত হয়েছেন ১০ জন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
নবীগঞ্জ থানার (ওসি) আজিজুর রহমান জানান, কুমিল্লা থেকে ছেড়ে আসা সিলেটগামী বিআরটিসি পরিবহনের একটি বাস সাতাইহাল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে দু'টি যানই রাস্তার পাশে খাদে পড়ে যায়।
শেরপুর হাইওয়ে থানার ওসি এরশাদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস স্থানীয়দের সহায়তায় উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বাসের নিচে আরও কেউ চাপা পড়ে থাকতে পারেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
সান নিউজ/এস