নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববদ্যালয়ের (নোবিপ্রবি) মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্যের সামনে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোমবার (০৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দসহ ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেয়।
নোবিপ্রবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) আফসানা মৌসুমীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবুল হোসেন, শিক্ষক সমিতির সভাপতি ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর ও অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন।
সান নিউজ/বুউমু/কেটি