নিজস্ব প্রতিনিধি, সিলেট : কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ করেছেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা।
রোববার (৬ ডিসেম্বর) বিক্ষোভে অংশ নেন আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীরা।
সকাল ১১টা থেকে সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে বিভিন্ন উপজেলা ও ওয়ার্ড থেকে মিছিল সহকারে জড়ো হতে থাকেন নেতা-কর্মীরা। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে সমাবেশে মিলিত হন।
মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, অধ্যাপক জাকির হোসেন, শফিকুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট রাজ উদ্দিন, মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, অধ্যক্ষ সুজাত আলী রফিক, বিজিত চৌধুরী, হুমায়ূন ইসলাম কামাল, মোহাম্মদ আলী দুলাল, নুরুল ইসলাম পুতুল, এডভোকেট মাহফুজুর রহমান, আব্দুর রহমান জামিল, বীর মুক্তিযোদ্ধা সাদ উদ্দিন আহমেদ, কবির উদ্দিন আহমদ, এডভোকেট রনজিত সরকার, সৈয়দ শামীম আহমদ, বিধান কুমার সাহা, ফারুক আহমেদ, ডা. আরমান আহমেদ শিপলু, অ্যাডভোকেট গোলাম সোবহান চৌধুরী দীপন, অ্যাডভোকেট আজমল আলী, আখলাকুর রহমান চৌধুরী সেলিম, আজিজুল হক মনজু, শাহিদুর রহমান শাহীন, নূরে আলম সিরাজী, অ্যাডভোকেট সালেহ আহমদ সেলিম, নাজমুল ইসলাম এহিয়া, শমশের জামাল, মজির উদ্দিন, অ্যাডভোকেট মনসুর রশীদ, বুরহান উদ্দিন আহমেদ, আব্দুল বারী, অ্যাডভোকেট আব্বাছ উদ্দিন, জাহাঙ্গীর আলম, ইলিয়াসুর রহমান , অ্যাডভোকেট সালেহ আহমদ হীরা, সুয়েব আহমেদ, অ্যাডভোকেট দিলওয়ার আজহার, অ্যাডভোকেট জাহিদ সরোয়ার সবুজ, সুহেল আহমদ সাহেল, জেলা শ্রমিক লীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক, জেলা কৃষক লীগের সভাপতি শাহ নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শামসুল ইসলাম, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব বাবলু, জেলা মহিলা আওয়ামী লীগের সালমা বাসিত, আমাতুজ জহুরা রুবা, শাহানারা বেগম, হেলেন আহমদ, মাধুরী গুন, জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ কয়েস, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, জেলা তাঁতী লীগের আহ্বায়ক আলমগীর হোসেন, মহানগর তাঁতী লীগের আহ্বায়ক নোমান আহমদ, জেলা সদস্য সচিব সুজন দেবনাথ, মহানগর তাঁতী লীগের সদস্য সচিব আবুল হাসনাত বুলবুল প্রমুখ।
সান নিউজ/এক/এনকে/এস