নিজস্ব প্রতিনিধি, বরিশাল : করোনাভাইরাস সংক্রমণরোধে মানুষকে মাস্ক ব্যবহার করতে উদ্যোগ নিয়েছে বরিশাল জেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালত মাস্ক ব্যবহার না করায় ৫১ জন পথচারীকে মোট ২২ হাজার ৮৫০ টাকা জরিমানা করেছে।
জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের নির্দেশে নগরীতে রোববার (৬ ডিসেম্বর) দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তিনটি উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
বেলা ১১টায় নগরীর বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার ও রুমানা আফরোজ অভিযান পরিচালনা করেন। অপরদিকে তিনটি উপজেলায় নির্বাহী অফিসারের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার বলেন, আমরা মাঠে থাকায় মানুষ সচেতন হচ্ছে। করোনাভাইরাস সংক্রমণরোধে মানুষকে সচেতন করতে এ অভিযান চলমান থাকবে।
সান নিউজ/কেটি/এস