নিজস্ব প্রতিনিধি, জামালপুর : জামালপুরের সরিষাবাড়িতে বড় ভাইকে হত্যায় ছোট ভাই সুমনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন জামালপুর জেলা ও দায়রা জজ আদালত।
রোববার (৬ ডিসেম্বর) বিচারক মো. জুলফিকার আলী খাঁন দুপুরে এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, সরিষাবাড়ির উপজেলার রুদ্র বয়ড়া গ্রামে শামছুল হকের ছেলে সেজনু মনির তার ছোট ভাইকে ব্যবসার দায়িত্ব না দিয়ে তার মামা শ্বশুরকে দায়িত্ব দেন। এতে ছোট ভাই ক্ষুব্ধ হয়ে ২০১৫ সালের ১৭ আগস্ট সকালে ঘুমন্ত অবস্থায় বড় ভাই সেজনুকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল নেন। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেজনু মারা যান।
এ ঘটনায় নিহতের স্ত্রী শাহান শারমিন বাদী হয়ে সরিষাবাড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সুমনকে গ্রেফতার করলে সে বড় ভাইকে কুপিয়ে আহত করার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় আদালতে।
মামলায় মোট ২২ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে একমাত্র আসামি সুমনের বিরুদ্ধে হত্যা অভিযোগ প্রমাণিত হওয়ায় দণ্ডবিধি ৩০২ ধারার অপরাধে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নির্মল কান্তি ভদ্র।
সান নিউজ/কেটি/এস