নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ইত্তেফাকের শ্রীমঙ্গল সংবাদদাতা অনুজ কান্তি দাশকে স্ত্রী হত্যার অভিযোগে আটক করেছে পুলিশ।
অনুজের শ্বশুর দিলীপ দাশের দায়ের করা মামলায় শনিবার (৫ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটায় শ্রীমঙ্গল শহরতলীর পূর্বাশা আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানান শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালেক।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আলমগীর হোসেন জানান, গত মঙ্গলবার সকালে সিলেট রাগীব রাবেয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক অনুজের স্ত্রী অনিতা দাশ মারা যান। হাসপাতাল থেকে অনিতার মরদেহ শ্রীমঙ্গল পূর্বাশাস্থ অনুজের বাসভবনে নিয়ে এলে সেখানে অনিতার বাবার বাড়ির লোকজন এসে অনিতাকে নির্যাতন করে হত্যার অভিযোগ তোলেন।
তাদের অভিযোগের ভিত্তিতে মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে নির্যাতনের কিছুটা সত্যতা নিশ্চিত হয়ে শুক্রবার রাতে মামলা রেকর্ড করেন এবং শনিবার বিকেলে পূর্বাশা এলাকা থেকে তাকে আটক করে মৌলভীবাজার জেলহাজতে পাঠান।
এ ব্যাপারে অনিতার বাবা দিলীপ দাশ জানান, বিয়ের কিছুদিন পর তিনি জানতে পারেন তার মেয়ের জামাই নেশা করতেন। প্রায়ই তার মেয়েকে মদ্যপ অবস্থায় নির্যাতন করতো। এ নিয়ে একাধিক বিচার সালিশও হয়েছে। সর্বশেষ তাকে খাবার না দিয়ে এবং নির্যাতন করে আহত করে। একপর্যায়ে বাসাতেই তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে তার মেয়ের মৃত্যু হয়। এ ঘটনায় তিনি অনুজ কান্তি দাশ, তার মা পূরবী রাণী দাশ ও বাবা নরেশ চন্দ্র দাশকে আসামি করে মামলা করেন।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক জানান, মামলা দায়েরের পর প্রাথমিকভাবে কিছুটা সত্যতা পেয়ে তারা তাকে আটক করেন। তবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রকৃত সত্যতা জানা যাবে।
সান নিউজ/কেটি