নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ : গৃহবধূ তাসলিমা হত্যার ঘটনায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন নিহতের ভাই মুস্তাকিম। নিহতের স্বামী সোহেল মিয়া, শাশুড়ি নুরুন্নাহার বেগম, ননদ লিজা আক্তার, প্রতিবেশী দেবর আব্দুল আজিজের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করে এ মামলা দেয়া হয়।
এদিকে, শনিবার (৫ ডিসেম্বর) বিকেলে মামলার আসামি নিহতের শাশুড়ি নুরুন্নাহারকে আদালতে পাঠিয়েছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
গত শুক্রবার ভোরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের চর পুবাইলে তাসলিমা নামে এক গৃহবধূকে হত্যার ঘটনা ঘটে। সকালে শ্বশুরবাড়ির লোকজন তড়িঘড়ি করে লাশ দাফনের চেষ্টা করে। পরে গোসল করাতে নিয়ে গলা ও শরীরে আঘাতের চিহ্ন দেখে সন্দেহ হয় স্বজনদের। বিষয়টি আঁচ করতে পেরে লাশ ফেলে পালিয়ে যায় স্বামী ও শ্বশুর। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
সান নিউজ/কেটি