নিজস্ব প্রতিনিধি, খুলনা : আগামী ২৮ ডিসেম্বর খুলনা জেলার দাকোপ উপজেলার চালনা পৌরসভা নির্বাচন। পৌরসভা নির্বাচনে অংশ নিচ্ছে আওয়ামীলীগ ও বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। নির্বাচনকে ঘিরে চালনা হয়ে উঠেছে উৎসব মূখর পরিবেশে। মেয়র ও কাউন্সির প্রার্থীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা । চলছে প্রচার প্রচারণ কার্যক্রম।
এ উপজেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী মঙ্গলবার (১ ডিসেম্বর) ছিলো মনোনয়ন পত্র জমা দেয়া শেষ সময় এবং বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) ছিলো মনোনয়ন যাচাই বাছাই। চালনা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪ জনসহ মোট ৪৩ প্রার্থী মনোনয়নপত্র জমা পড়েছে। মেয়র পদে আওয়ামীলীগ সমর্থিত একজন এবং বিএনপি সমর্থিত একজন মনোনয়নপত্র জমা দেন এছাড়াও মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দুইজন মনোনয়নপত্র জমা দেন।
সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ এবং কাউন্সিলর পদে ২৯ জন প্রার্থী জমা দিয়েছেন। যাচাই বাছাইতে কোনো প্রার্থী বাদ যায়নি। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ ১০ ডিসেম্বর।
প্রতিক বরাদ্দ ১১ ডিসেম্বর, এবং ভোট গ্রহণ ২৮ ডিসেম্বর সোমবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ৯ টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
দাকোপ উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী মাহামুদ হোসেন বলেন, নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা অনুয়ায়ী মেয়র পদে ৪ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ এবং কাউন্সিলর পদে ২৯ জন প্রার্থী জমা দিয়েছেন। সবগুলো বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ ১০ ডিসেম্বর। প্রতিক বরাদ্দ ১১ ডিসেম্বর। পৌরসভার ভোটার সংখ্যা বারো হাজার একশত।এর মধ্যে পুরুষ ভোটার পাঁচ হাজার আটশত তেষট্টি এবং মহিলা ভোটার ছয় হাজার দুইশত সাত্রিশ। ২৮ ডিসেম্বর সোমবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ৯ টি কেন্দ্রে ভোট কেন্দ্রের ৪৩ কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
সান নিউজ/কেএ/এনকে