নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালী জেলার দ্বীপ উপজেলা হাতিয়ার বুড়িরচর ইউনিয়ন থেকে ৭৭ পিস ইয়াবাসহ মোঃ রাজীব (২৭) নামের একজন ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে লেফটেন্যান্ট বিশ্বজিৎ বড়ুয়ার নেতৃত্বে কোস্ট গার্ডের একটি বিশেষ টিম ৭নং ওয়ার্ড জোড়খালী গ্রাম থেকে অভিযান চালিয়ে শুক্রবার রাত ৮টা ৪৫ মিনিটের সময় এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ রাজীব বুড়িরচর ইউনিয়নের জোড়খালী গ্রামের মোঃইয়াসিনের ছেলে।সে দীর্ঘ দিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে।
কোস্টগার্ড স্টেশান কমান্ডার লেফটেন্যান্ট বিশ্বজিৎ বড়ুয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে অভিযান পরিচালনা করে মোঃ রাজীব(২৭) থেকে ৭৭পিচ ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়।
এছাড়াও রাজীবের বিরুদ্ধে হাতিয়া থানায় বিভিন্ন ধরনের ৪টি মামলা রয়েছে।রাজীব ২০১৮ সালে ইয়াবাসহ ধরা পড়ে জেল খেটেছে।
বর্তমানে আসামি রাজীব হাতিয়া থানায় ওয়ারেন্টভুক্ত আসামি যাহার মামলা জিআর নং৩৮১০ তাছাড়া আমাদের ইয়াবার বিরুদ্ধে অভিযান হাতিয়ায় অব্যাহত থাকবে।
সান নিউজ/বিইউ/এনকে