নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটে সরকারি নিয়ম ভাঙার কারণে ৩ প্রতিষ্ঠানকে ৪ লক্ষাধিক টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও র্যাব-৯।
বুধবার (২ ডিসেম্বর) বিকেলে র্যাবের গণমাধ্যম শাখা জানায়, মঙ্গলবার সারাদিন অভিযান চালিয়ে সরকারি নিয়ম ভাঙ্গার প্রমাণ পাওয়ায় রিফাত অ্যান্ড কোম্পানিকে ২, খান পিভিসি পাইপকে ১ ও চৌধুরী প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে র্যাবের সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকও উপস্থিত ছিলেন।
জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র্যাবের গণমাধ্যম শাখা।
সান নিউজ/এক/এনকে/এস