নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ ডিসেম্বর) বেলা ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র মো. মোজাফফর হোসেন, বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আসাদুজ্জামান মিন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রহিম, শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন লিটন, চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ মো. সেলিমুজ্জামান লিটু প্রমুখ।
এছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি দপ্তরের প্রধান, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক ব্যক্তি ও গণমাধ্যম ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদের মতবিনিময়ে ইউএনও ঝোটন চন্দ বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের কর্মসূচি প্রণয়নে করণীয় বিষয় নিয়ে আলোচনা ও মতামত গ্রহণ করেন। করোনার প্রাদুর্ভাবে কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন না করার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।
সান নিউজ/কেএস/এনকে/এস